মাশরুম চাষিদের সুখবর-মাগুরা থেকে দুই কোটি টাকার মাশরুম যাবে ইউএইতে
মাগুরা
জেলার মাশরুম চাষিদের উৎপাদিত দুই কোটি টাকার মাশরুম রপ্তানি হবে সংযুক্ত
আরব আমিরাতে (ইউএই)। আগামী ২ জুন থেকে জেলা মাশরুম ফাউন্ডেশন ও কাজী মাশরুম
ফার্মের উদ্যোগে এ রপ্তানি প্রক্রিয়া শুরু হবে। জেলার শতাধিক মাশরুম
চাষির কাছ থেকে এ মাশরুম সংগৃহীত হবে। প্রতি মাসে রপ্তানিযোগ্য মাশরুমের
পরিমাণ দাঁড়াবে প্রায় দেড় টন। ইতিমধ্যে রপ্তানির যাবতীয় প্রক্রিয়াই
সম্পন্ন করা হয়েছে। মাগুরার সাজিয়াড়া কাজী মাশরুম ফার্ম চত্বরে গতকাল
মঙ্গলবার সফল মাশরুম চাষিদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় এ তথ্য
দেওয়া হয়। মাগুরা জেলা মাশরুম ফাউন্ডেশন ও কাজী মাশরুম ফার্ম এ কর্মশালার
আয়োজন করে।
মাগুরা
জেলা মাশরুম ফাউন্ডেশনের সভাপতি কাজী ইব্রাহিমের সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোখলেছুর
রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর হর্টিকালচারের উদ্যান তত্ত্ববিদ মহম্মদ
আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড্রিম মাশরুম পরিচালক বাবুল আক্তার, মাশরুম
চাষি কামরুল হাসান মুকুল, ইমদাদুল হক ও তৌহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালা
শেষে অতিথিরা সাজিয়াড়া এলাকার ড্রিম মাশরুম ফার্ম পরিদর্শন করেন।
Source: http://valokhabor.com
No comments:
Post a Comment