Pages

Sunday, June 1, 2014

মাশরুম চাষ কিভাবে শুরু করা যায়?

প্রশ্ন : মাশরুম চাষ কিভাবে শুরু করা যায়? এবং এর চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা বিষয়ক বই থাকলে আমার ই-মেইল ঠিকানায় দয়া করে পাঠিয়ে দিবেন।- Muhammad Ali, alikhan227@gmail.com

উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বানিজ্যিক ভাবে মাশরুম চাষ শুরু করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো এর বাজার ব্যবস্থা নিস্চিত করা। অর্থাৎ আপনি কোথায় কারকাছে কতটুকু মাশরুম বিক্রি করতে পারবেন তার একটি ধারনা নেয়া। এরপর সাভারের সোবাহানবাগে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র বা উহার আঞ্চলিক উপকেন্দ্র সমূহ থেকে প্রশিক্ষণ গ্রহন করা। প্রশিক্ষণ ছাড়া মাশরুম চাষ শুরু করতে গেলে শুরুর দিকে ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি থাকে, তাই এক্ষেত্রে প্রশিক্ষণ জরুরী। আপনি আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযো



No comments:

Post a Comment